এটিই আমার শেষ নির্বাচন, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই- বিয়ানীবাজারে শেষ পথসভায় নাহিদ এমপি

বিয়ানীবাজার টাইমসঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জীবনের শেষ নির্বাচন জানিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। তিনি বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারে অনুষ্ঠিত নৌকার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচনে জয়লাভ করলে অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সমাপ্ত করা হবে। বিশেষ করে রাস্থাঘাটের উন্নয়ন ত্বরাণ্বিত হবে। সিলেট-চারখাই সড়ক ৬ লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য রাস্থাগুলোর কাজ চলছে।
তিনি বলেন, বিয়ানীবাজারের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আরেকটিবার তাঁকে বিজয়ী করার আহবান করেন তিনি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি তার বক্তব্যে বলেন, এবারের নির্বাচনে সকল প্রার্থী মিলে যে ভোট পাবেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ একাই ততো ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। এতে কোন সন্দেহ নেই।
পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাছ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন,বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, হারুন হেলাল চৌধুরী, নাজিম উদ্দিন, আলহাজ্ব শামছ উদ্দিন খান, ছালেহ আহমদ বাবুল,অধ্যাপক আব্দুল খালিক, আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুনুর রশীদ দিপু, সাবেক মেয়র আব্দুশ শুকুর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, জেলা পরিষদের সদস্য খসরুল হক, আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, দুবাগ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, চারখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আমিনুল হক, শাব্বির আহমদ বকশী, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি কাজি আব্দুল বাছিত প্রমুখ।
এদিকে নৌকার শেষ নির্বাচনী সভা উপলক্ষ করে বুধবার দুপুর থেকে বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-শোডাউন করেন।