বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সারাদিন বিদ্যুৎ থাকবে না কাল

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা সাবস্টেশনের আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহকৃত সাবস্টেশনটিতে বার্ষিক উন্নয়নমুলক ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের দায়িত্বশীলরা।

পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিস থেকে জানানো হয়- সুপাতলা সাবস্টেশনের আওতাধীন সকল ইউনিয়নে ৮/৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুপাতলা সাবস্টেশনের আওতাধীন পৌরসভা ছাড়াও মোল্লাপুর, লাউতা, মুড়িয়া. মাথিউরা ইউনিয়নের আংশিক এলাকা রয়েছে। সকাল ৮টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ১৫ মেগাওয়াটের এ সাবস্টেশনে রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

সাবস্টেশনের উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিস। নির্ধারীত এ সময়ে শনিবার সকাল-সন্ধ্যা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ এবং বর্ণিত কাজে সহযোগিতা কামনা করেছেন পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডেপুটি জেনারে ম্যানেজার ভজন কুমার বর্মন।

Back to top button