বিয়ানীবাজারে নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা সভায় যোগ দেয়ায় এক বিএনপি নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। কছির আলী আব্দুর রব নামের ওই ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি। একাধিকবার সতর্ক করার পরও তিনি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ায় তার বিরুদ্ধে এ শাস্থিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি এড. আহমদ রেজা ও সাধারণ সম্পাদক ছওয়ার হোসেন।
এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ জানান, বিয়ানীবাজারে জাতীয় পার্টি প্রার্থীর পক্ষে কছির আলী আব্দুর রব একাধিকবার প্রচারণা সভায় অংশ নেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় তাকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ করা হয়েছে। -বিজ্ঞপ্তি