বিয়ানীবাজারে প্রচারনার মাঠে নৌকা-ঈগল-লাঙ্গল, মাঠে নেই শমসেরসহ বাকিরা!

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারনা। গত সোমবার প্রতীক বরাদ্ধের পর থেকে মাঠে তিন প্রার্থীর প্রচারনা চোখে পড়লেও বাকি তিনজনের প্রচারনা তেমন চোখে পড়েনি, নেই কোনো পোস্টার, নেই কোনো মাইকিং।
নিয়মিত গনসংযোগ করছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও এই আসনের স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন। তবে মাত্র একদিন পৌরশহরে কিছু সময় প্রচারনা চালিয়েছেন তৃনমুল বিএনপির চেয়ারম্যান সোনালী আশের প্রার্থী শমসের মবিন চৌধুরী তবে বিয়ানীবাজার প্রচারনায় দেখা যায়নি বাকি দুই প্রার্থী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) দলের প্রার্থী আতাউর রহমানকে।
জানা যায়, এই আসনে প্রতিবারের মতো এবারো আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ হেভিওয়েট প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। এই নির্বাচনে বিএনপি-জামায়াত না আসলেও স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন এই আসনে প্রতিদ্বন্দি হিসাবে শক্ত প্রতিদ্বন্দিতা গড়ে তুলেছেন নৌকার প্রার্থীর সাথে। তার সাথে স্থানীয় আওয়ামীলীগের একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করায় তিনি ব্যাপক প্রচারনা চালাচ্ছেন।
আওয়ামীলীগের কর্মী আনোয়ার হোসেন জানান, নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সারওয়ার হোসেনের প্রতিদ্বন্দিতা হবে। তবে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে বিভাজন থাকলেও শেষমেশ নৌকার বিজয় হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন নাহিদ ভাই বিয়ানীবাজারে স্থায়ী অনেক উন্নয়ন করেছেন যার ফল বিয়ানীবাজারবাসী দীর্ঘদিন ভোগ করবে।
সাবেক ছাত্রলীগ নেতা মফিকুল ইসলাম কানন বলেন, বিগত কয়েক বছর থেকে বিয়ানীবাজারে কাঙ্খিত উন্নয়ন হয়নি তাই মানুষের মধ্যে বর্তমান সংসদ সদস্যের প্রতি ক্ষোভ রয়েছে। স্বতন্ত্র প্রার্থী সারওয়ার হোসেন বিগত কয়েক বছর থেকে এলাকায় সময় দিয়েছেন পাশাপাশি ব্যাক্তিগতভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, নিজ উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় অসুস্থ মানুষের জন্য আর্থিক সহযোগীতা করেছেন। এই বিষয়গুলোই ভোটে পার্থক্য গড়ে দিবে।