বিয়ানীবাজারে জুয়ার টাকাসহ ৯ জুয়াড়ি আটক

বিয়ানীবাজার টাইমসঃ “সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিশেষ অভিযানে নগদ ১৬,৭০০/- টাকা সহ ০৯ জন জুয়ারী গ্রেফতার গ্রেফতার”
অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিমিত্তে নিয়মিত অভিযানের অংশ হিসাবে নগদ টাকাসহ ৯০ জুয়াড়িকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। প্
বিয়ানীবাজার থানা এক প্রেস নোটের মাধ্যমে গনমাধ্যমকে জানায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নেতৃত্বে এসআই আব্দুর রহিম, এসআই ফয়সাল সহ থানা পুলিশের একটি অভিযানে বিয়ানীবাজার থানাধীন ১১ নং লাউতা ইউনিয়নের গজারাই সাকিনস্থ মেহের উদ্দিন এর বসতঘরের বারান্দা হতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই থেকে নগদ ১৬ হাজার ৭শত টাকাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বদরুল ইসলাম (৪৮), নেত্রকেনা জেলার কেন্দুয়ার মৃত আব্দুল হাসিমের পুত্র মো: ওয়াসিম (৩২), নয়াগ্রামের মৃত মইন উদ্দিনের পুত্র জামিল আহমদ ( ৪৬), গজারাই গ্রামের আব্দুর রহমানের পুত্র খতিব আলী (৪৫), চান্দলা গ্রামের আব্দুল হাসিবের পুত্র আলী হোসেন (৪০), গজারাই গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র আব্দুল লতিফ (২৮), গজারাই গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র আব্দুল হাসিব (৩৮), পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র জামাল হোসেন (৩৫), পৌরসভার কসবা গ্রামের মৃত- মোজাফ্ফর আলীর পুত্র জামাল হোসেন দুলন (৩৮)।
এসময় পুলিশের উপস্থিতি ঠের পেয়ে গজারাই গ্রামের মৃত শুকুর আলীর পুত্র মেহের উদ্দিন (৪০), সানেশ্বর গ্রামের মনজির আলীর পুত্র ফয়েজ উদ্দিন (৪৫), নাগেশ্বর গ্রামের লিটন(৫০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২। পিতা- সাং- ৩। পিতা- অজ্ঞাত, সাং- নাগেশ্বর ( মোল্লাগ্রাম) থানা-বিয়ানীবাজার জেলা- সিলেট ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানা সুত্র জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।