বিজ্ঞপ্তি

বিয়ানীবাজারে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরশহরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি-শোভাযাত্রা করেছেন সংগঠনটি বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ। র‍্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও এদিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় দুটি পরিবারকে সহায়তা স্বরূপ দুটি ছাগল প্রদান করা হয়েছে।

র‍্যালি-শোভাযাত্রা এবং সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন নিসচা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম রাজু লোদী, সাধারণ সম্পাদক শফিউর রহমান, সহ সভাপতি আবুল হাসান মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই দীর্ঘ ৩০ বছরের পথ পরিক্রমায় সামাজিক দায়বদ্ধতা থেকে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে পরিচালিত আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও কেন্দ্রীয় নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা মানবিক কাজে ইচ্ছেশক্তির পূর্ণ ব্যবহার করে থাকি। আমাদের সকল কাজে বিভিন্ন জনের সাড়াও থাকে। আমরা সকলের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে চাই। চাই সড়কসহ সকল ধরনের জনকল্যাণমুখী কাজের মধ্যদিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে।

Back to top button