সিলেট
বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ কিংবা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি। স্বাধীনতাবিরোধীরা যেমন সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে হাজার হাজার চিঠি দিয়েছে, তেমনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে দেয়নি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কোথাও হরতাল অবরোধ চলছে না। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে। মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নতুন প্রজন্মের অনেক ভোটার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন। তবে কোনো দলীয় কর্মসূচি ছিলো না তার।