বিয়ানীবাজার সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল
বিয়ানীবাজার টাইমসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক ঘুরে দক্ষিন বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, ছালেহ আহমদ বাবুল, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ দিপু, আব্দুশ শুকুর, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।