বিয়ানীবাজারে সিএনজি পাম্পের ভিতরে পিকাপে আগুন!
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলায় অবস্থিত মাহমুদ সিএনজি পাম্প প্রাঙ্গনে একটি পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডারের কাভার সীল বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও পিকআপটির সামনের অংশ পুরো পুড়ে যায়। রোববার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একদল দমকল বাহিনী। পরে দমকল বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকান্ডের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে মাহমুদ সিএনজি পাম্প এবং ফুয়েল নিতে আসা যানবাহনগুলো রক্ষা পায় জানান বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার অনূপ সিংহ।
পিকআপ ভ্যানে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধরসহ একদল পুলিশ। তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিএনজি পাম্প মালিক লুৎফুর রহমান এমন দুর্ঘটনার জন্য পিকআপ ভ্যানের চালককেই দায়ী করেন.