বিয়ানীবাজার সংবাদ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন এমপি নাহিদ

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, উন্নয়ন ও অগ্রগতি সূচকে বাংলাদেশ বহির্বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা সুনিশ্চিত করায় আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারছে।

শনিবার (১১ নভেম্বর) দুবাগ স্কুল এন্ড কলেজে প্রায় ৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে চার তলা ভবনের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাহিদ আরো বলেন, সিলেট-৬ আসনে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন আশানুরূপ হয়েছে। রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।

Back to top button
error: Alert: Content is protected !!