সিলেট

সিলেট ঘুরে দেখা হলোনা দুই পর্যটকের

টাইমস ডেস্কঃ সিলেটের পর্যটন স্পট জাফলং দেখা হল না ২ জন পর্যটকের। জাফলং যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

ঢাকা থেকে পিকআপে করে সিলেট আসেন কয়েকজন পর্যটক। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে জাফলং-এর উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। সকাল ৯ টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন জাহাঙ্গির হোসেন (৩০) ও মোহাইমিন (২১)। জাহাঙ্গির ঢাকার কেরানীগঞ্জ কানরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। মোহাইমিন ঢাকা সাভার হেমায়েত পুরের তোলাতলী এলাকার আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় আহত ৭ জন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ওসি জাহিদ হাসান জানান।

Back to top button