সারাদেশ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ১৭

কিশোরগঞ্জের ভৈরবে একটি কনটেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর এগারোসিন্ধুর এক্সপ্রেসের কয়েকটি বগি উল্টে অন্তত ১৭ জন মারা গেছেন।
সোমবার (২৩ অক্টোবর) বেলা তিনটার পরে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে স্টেশন সূত্র জানায়।

প্রাথমিকভাবে জানা গেছে, মালবাহী ট্রেনটি এগারোসিন্ধুর ট্রেনের পেছনের দুটি বগিতে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে হতাহত আছেন। কিশোরগঞ্জে থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আর কনটেইনার ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

এগারোসিন্ধুর যখন ঢাকার দিকে যাচ্ছিল তখন এটার পেছনের অংশে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেখানে একটা সাইড কলিশন হয়েছে। যার ফলে হতাহত আছে। পুলিশ, ফায়ারসার্ভিস সেখানে কাজ করছে। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে। মূলত জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

Back to top button