বিয়ানীবাজার সংবাদ

লেখক সাংবাদিক কলামিস্ট আব্দুল হাকিম তাপাদার আর নেই , সাড়ে ৮ টায় জানাযা

বিয়ানীবাজার টাইমসঃ বিশিষ্ট লেখক, কলামিস্ট, সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদ জনাব আব্দুল হাকিম তাপাদার আর নেই। আজ শনিবার দুপুর ১২.১৫ মিনিটে বিয়ানীবাজার পৌর এলাকার কসবাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদার দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।

বহু গ্রন্থের প্রনেতা মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮:৩০ মিনিটের সময় কসবা ইমামবাড়ী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্দুল হাকিম তাপাদার তাঁর বর্নাঢ্য দিনযাপনে লন্ডন ইসলামি কলেজে শিক্ষকতা,দেউলগ্রাম হাইস্কুলে প্রধান শিক্ষক,বৈরাগীবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক,পঞ্চখন্ড হরগো বিন্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তাঁর ক্ষুরধার লেখণির শক্তি ছিলো খুবই প্রখর।

Back to top button
error: Alert: Content is protected !!