গোলাপগঞ্জসিলেট

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

টাইমস ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৭) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আমুড়া ইউনিয়নের আমনি বাজারের পূর্বে শাহী ঈদগাহের পাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তানভীর আহমদ নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত যুবক তাজেল আহমদ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে। আহত তানভীর আহমদও একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

আহত তানভীর আহমদ জানান, গত এক সপ্তাহ আগে আমুড়া ইউনিয়নের কদমরসূল গ্রামের অপু আহমদের সাথে নিহত তানভীর আহমদের মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার অপু আহমদ ৫/৬ জন যুবক নিয়ে তাজেল আহমদের উপর হামলা চালায়। এসময় তাজেল আহমদকে অপু উপুর্যুপরি ছুরিকাঘাত করলে তাজেলের সাথে থাকা তানভীর আহমদ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

Back to top button