জকিগঞ্জসিলেট

ভারত থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন জকিগঞ্জের মারুফ

জকিগঞ্জ প্রতিনিধিঃ ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় ৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে সিলেটের জকিগঞ্জের সেই মারুফের মরদেহ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌছায়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন স্বজনরা।

নিহত রেদ্বয়ানুল হক মারুফের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মারুফের জানাজা আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বিরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

রেদ্বয়ানুল হক মারুফ (২০) জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। তার বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এর আগে গত শুক্রবার (১৩ অক্টোবর) ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। পরে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।

Back to top button