বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নর্থ ইস্ট মেডিকেল কলেজের ফ্রি মেডিকেল ক্যাম্প, সহস্রাধিক মানুষ পেলো চিকিৎসা-ঔষধ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন কমপ্লেক্সে দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে সিলেটের স্বনামধন্য মেডিকেল কলেজ নর্থ ইস্ট মেডিকেল কলেজ। শনিবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক বিয়ানীবাজারের কৃতি সন্তান ডাঃ শরীফ আহমদ জানান, নর্থ ইস্ট হাসপাতাল নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ লাউতা ইউনিয়নে চিকিৎসাসেবা, ঔষধ ও প্রাথমিক স্ক্রিনিং করাচ্ছি।

শুধু চিকিৎসাপত্র নয় প্রত্যকে রোগীকে বিনামূল্যে ঔষধ, ডায়বেটিক, ইসিজি ও ব্লাড গ্রুপিং পরীক্ষাও করা হয়। হাসপাতালের এমন উদ্দ্যোগ প্রশংসনীয় জানিয়ে ডাঃ শরীফসহ সকল চিকিৎসককে ধন্যবাদ জানান লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন। তিনি বলেন আগামীতেও এরকম জনহিতকর কাজে এগিয়ে আসবেন সবাই।

চিকিৎসা নিতে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাপত্রের পাশাপাশি ফ্রি ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা করতে পারায় খুশি। তারা এমন উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট, মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, নাক কান গলা, শিশু, ও অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, ও রেজিস্টার ডাক্তারগণ চিকিৎসাসেবা দেন। এসময় তারাও তৃনমুল পর্যায়ে গ্রামের সাধারন মানুষের মানবসেবায় এরকম চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহন করে আত্নতৃপ্তি প্রকাশ করেন।

পিস ফর অল সোশ্যাল অর্গানাইজেশন কালাইউরার সহযোগীতায় লাউতা ইউপি চেয়ারম্যানের সার্বিক তত্বাবধানে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছাসেবী হিসাবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ব্লাড ফাইটার্সের সদস্যরা অংশগ্রহন করেন।

Back to top button