কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ১১০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফসদর গ্রাম থেকে মাদক কারবারি জুবেল মিয়া (২৮) ও রুহেল হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১১০পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এছাড়াও কুলাউড়া থানা পুলিশের অন্য এক অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মণবাজারের হিঙ্গাজিয়া চা বাগান এলাকা থেকে গাঁজাসহ চন্দ গৌড় (২৭) ও রামলাল মালা (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!