সিলেট

সিলেটের একাধিক মামলার পলাতক আসামী বাবলা বিদেশ পালানোর সময় আ ট ক

টাইমস ডেস্কঃ অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হলেন একাধিক মামলার পলাতক আসামী বিপ্রজিত গুণ বাবলা (৪০)।

বৃহস্পতিবার সকালে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।

সিলেটের মোগলাবাজার থানার আলমপুর নিবাসী মৃত রবীন্দ্র কুমার গুণের পুত্র বিপ্রজিত গুণ বাবলার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহু টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভুগিরা প্রতারণার অভিযোগে মামলাও করেছেন। কিন্তু এ সকল মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ ফ্লাইট যোগে গোপনে তিনি দুবাই পালিয়ে যাচ্ছিলেন। এসময় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুল ইসলাম।

Back to top button
error: Alert: Content is protected !!