মৌলভীবাজার
মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে মোটরসাইকেলের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের দুইজনের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।