বড়লেখায় ইউএনও-পিআইও’র নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র!
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নাম ভাঙিয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করলেও সম্প্রতি তা জানতে পারে উপজেলা প্রশাসন।
এ অবস্থায় বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ১২ অক্টোবর দুপুরে জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারকেরা তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করছে। প্রতারকরা ইউএনও ও পিআইও পরিচয় দিয়ে বড়লেখা উপজেলার বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। অজ্ঞাতনামা প্রতারকরা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে এরূপ কাজ করায় সরকারি কর্মকর্তাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
জিডির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।’