জকিগঞ্জসিলেট

জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মাদ্রাসা থেকে পলায়ন করা কিশোর উদ্ধার

নিখোঁজ হবার পর জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় বাবা-মার কোলে ফিরলো নিখোঁজ-কিশোর মোঃ মাহফুজ রিফাত (১৬), পিতা- আব্দুল বাছিত, গ্রাম- উত্তর মনসুরপুর থানা -জকিগঞ্জ , জেলা- সিলেট।

গত ৪/১০/২০২৩ খ্রিঃ হতে নিখোঁজ কিশোর মাহফুজ রিফাতের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ৯/১০/২০২৩ খ্রিঃ নিখোঁজ-কিশোর মোঃ মাহফুজ রিফাতের পিতা- আব্দুল বাছিত জকিগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।

জিডির তদন্তভার পাওয়ার পর শিশুটির সন্ধানে মাঠে নামে জকিগঞ্জ থানা পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় ইংরেজি ১০/১০/ ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে সিলেট শহরস্থ হুমায়ূন রশিদ চত্বর এলাকার হতে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কিশোরকে তার পিতা আব্দুল বাছিত এর নিকট হস্তান্তর করা হয়।

Back to top button