প্রবাস যাত্রায় বিয়ানীবাজার প্রেস ক্লাবের সদস্য জুবায়ের আহমদকে সংবর্ধ্বনা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য দৈনিক জৈন্তা বার্তার বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার টাইমসের স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদের কানাডা যাত্রা উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধ্বনা দিয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাব। প্রবাস যাত্রার প্রাক্ষালে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি অভিযাত রেস্টুরেন্টে তাকে সংবর্ধ্বনা ও এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
বিয়ানীবাজারে কর্মরত এ জনপ্রিয় সাংবাদিক শনিবার সকালে কানাডার উদ্দ্যেশ্যে দেশত্যাগ করবেন। সময় সংক্ষিপ্ত থাকায় তিনি অনেক পরিচিত ও প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিতে পারেননি।
সংবর্ধনার প্রাক্ষালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সস্য ও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ন সম্পাদক তাজবীর আহমদ ছাইম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, সদস্য মহসীন রনি, সদস্য জয়নুল আহমদ, আকতার উদ্দিন, মোকাব্বির আহমদ, ফারুক আহমদ, আব্দুল আজিজ প্রমুখ।