বিয়ানীবাজার সংবাদ

ওয়ার্ল্ড আর্ম রেসলিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বিয়ানীবাজারের আমান ও বখতিয়ার

বিয়ানীবাজার টাইমসঃ ওয়ার্ল্ড আর্ম রেসলিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী হয়েছেন বিয়ানীবাজারের আমান উদ্দিন ও বখতিয়ার সালাউদ্দিন। মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত ২৫ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইফা ইন্টারন্যাশনাল ফেডারেশনের উদ্যোগে মালোয়োশিয়ায় আর্ম রেসলিংয়ের এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড আর্ম রেসলিং ৭৮ কেজি ইভেন্টে বাংলাদেশের হয়ে আমান উদ্দিন ও বখতিয়ার সালাউদ্দিন অংশগ্রহন করে ১ম স্থান অধিকার করেন। তাঁরা স্বর্ণপদক অর্জন করে বিশ্বপরিসরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

সিলেট জেলার বিয়ানী বাজার পৌরসভার আওতাধীন শ্রীধরা গ্রামের মরহুম নিমার আলীর ছেলে বখতিয়ার সালাউদ্দিন। আমান উদ্দিনের বাড়িও পৌরসভা এলাকার নয়াগ্রামে, তাঁর পিতার নাম বুরহান উদ্দিন।

ওয়ার্ল্ড আর্ম রেসলিং ৭৮ কেজি ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী হয়ে দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসা আমান ও বখতিয়ারকে নিয়ে বিয়ানীবাজার তথা সিলেট জুড়ে উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

Back to top button