বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সোমবার বিকেলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ ও কোষাধ্যক্ষ জাহিদ হাসান লিলুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় উপজেলা চত্ত্বরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মজনু মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ (সংবর্ধিত) জাহিদ হাসান লিলু প্রমুখ।

Back to top button