বিয়ানীবাজার সংবাদ
আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টে বিয়ানীবাজারের আমান ও সালাহউদ্দিন
বিয়ানীবাজার টাইমস : মালেশিয়ার কুয়ালালামপুর আইএফ এ চ্যাম্পিয়নসিপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বিয়ানীবাজার উপজেলার দুই তরুন পেশাদার আর্ম রেস্লার আমান উদ্দিন ৮৬ কেজি ক্যাটাগরিতে এবং বখতিয়ার সালাহউদ্দিন ৭৬ কেজি ক্যাটাগরিতে ।
বাংলাদেশ সহ মোট ৪৬ টি দেশ অংশগ্রহণ করছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেখানে দেশের হয়ে সুনাম অর্জনের অপেক্ষায় আছেন তরুন এই দুই আর্ম রেস্লার।
রেস্লার আমান উদ্দিন বলেন, আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক পর্যায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী যাতে করে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।