বিয়ানীবাজার সংবাদ

সিলেটকে পর্যটন বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা প্রশাসন- ডিসি শেখ রাসেল হাসান

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সিলেট জেলা একটি সমৃদ্ধ জেলা,এখানে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত বছরের প্রলয়ংকারি বন্যায় সিলেট জেলায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে তা এখনো পুষিয়ে নেয়া সম্ভব হয়নি, পর্যায়ক্রমে রাস্তা সংস্কার করা হবে। তিনি আরো বলেন, প্রবাসী অধ্যুষিত হওয়ায় উচ্চ শিক্ষার দিক দিয়ে সিলেট জেলা কিছুটা পিছিয়ে আছে। এখানকার মানুষের বিদেশ চলে যাওয়ার আগ্রহ বেশী। এরপরও শিক্ষাক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে চেষ্টা করবো। সিলেটকে পর্যটন বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা প্রশাসন।

তিনি বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় হাত দেন। কিন্তু উন্নয়ন কার্যক্রম শেষ করতে পারেননি। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁর দুই কন্যা কাজ করছেন। তাঁর পিতা একজন বীর মুক্তিযোদ্ধা উল্লেখ করে শেখ রাসেল হাসান বলেন, নিজ বাড়ির এলাকা ফরিদপুরসহ সর্বত্র উন্নয়ন কাজ ত্বরাণ্বিত হচ্ছে। তাঁর নিজের জন্ম হয়েছে অনুন্নত বাংলাদেশে। এখন এই দেশ অনেক উন্নত। এতবেশী মেঘা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে যা অতীতে কখনো তা হয়নি, আমাদের আগামী প্রজন্ম সেই সুফল ভোগ করবে।

মঙ্গলবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি সমস্যা নিরসনে লোকবল সংকটকে একটি প্রধান সমস্যা উল্লেখ করে তিনি আরো বলেন, অনেক প্রতিকুলতা থাকা সত্বেও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাবো, স্মার্ট বাংলাদেশ গড়বো এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হবে বাংলাদেশ।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো: আল জুনায়েদ, পৌরসভার মেয়র ফারুকুল হক, ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দের দেয়া বক্তব্যে বিভিন্ন সমস্যাগুলো মনযোগ দিয়ে শুনেন।

Back to top button