জৈন্তাসিলেট

জৈন্তাপুরে বিদেশি মদসহ নারী আটক

টাইমস ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর থেকে বিদেশি মদসহ উর্মি পাত্র (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি জৈন্তাপুরের মোকামপুঞ্জি গ্রামের সুরেন্দ্র পাত্রের স্ত্রী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাসী চালিয়ে ২৫১ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

Back to top button