অসহায় দম্পতিকে একমাসের খাবার দিলেন শ্রীমঙ্গলের ওসি জাহাঙ্গীর
টাইমস ডেস্কঃ মানবিক সেবা দিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় বাসিন্দা আবুল মিজি দীর্ঘদিন ধরে অসুস্থ। অপারেশন করে তার একটি পা কেটে ফেলা হয়। সেই থেকে আবুল মিজি বেকার হয়ে পড়েন ।
অসুস্থ আবুল মিজি বেকার হয়ে পড়ায় তার স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হয়, এমন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ছুটে যান তার বাসায়। দেখতে পান তার একটি পা কাটা আরেকটি পায়ে পঁচন ধরেছে।
আবুল মিজি ও তার স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলেন আমার ছেলে মেয়ে আমাকে দেখাশোনা করে না।আমি খুবই অসহায় হয়ে পড়েছি।
তিনি আর দেরি না করেই বাজারের ছুটে যান এবং এক মাসের বাজার করে দেন মানবিক ওসি এবং বলেন আপনাদের আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সাধ্যমত চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামলী আবাসিক এলাকা অসহায় আবুল মিজিকে এক মাসের চাল ডাল পেঁয়াজ রসুন তেল সাবান লবণ আলু মসলা ইত্যাদি দেন মানবিক ওসি।
এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম।