বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম হাফিজ মো: হাসিবুল ইসলামকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হাসিবুল দীর্ঘ কয়েক বছর থেকে কসবা ত্রিমুখি বাজারের পাঞ্জেগানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মসজিদের ইমাম সাহেবের কক্ষে থাকার পাশাপাশি অন্যত্র আরেকটি ভাড়া বাসা নেন। সোমবার বিকেলে তিনি শ্রীধরা গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের এক কিশোরকে ওই ভাড়া বাসায় নিয়ে বলাৎকার করে। এ ঘটনা ওই কিশোর তার পিতাকে জানালে তিনি বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর বলেন, গ্রেপ্তার ইমামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, ইমাম হাসিবুলের বিরুদ্ধে মাদ্রাসা পড়ুয়া কিশোরদের বলাৎকারের অনেক অভিযোগ আছে। কিশোরদের প্রাইভেট পড়ানোর নাম করে তিনি এসব করেন বলে অভিযোগ। মসজিদে তার থাকার জন্য পৃথক কক্ষ থাকার পরও সে অন্যত্র ভাড়া বাসা নিয়ে এসব অপকর্ম চালাতে থাকে।

Back to top button
error: Alert: Content is protected !!