টাইমস ডেস্কঃ সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিনন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ নিয়ে এলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।