জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

টাইমস ডেস্কঃ সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদিনন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নওয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ নিয়ে এলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Back to top button