বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্থানীয় সরকার দিবস পালিত

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। তিনি সোমবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুৃল হক, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

নুরুল ইসলাম নাহিদ এমপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে ১৬-১৯ সেপ্টেম্বর ০৩ দিনব্যাপী কর্মসূচীর ২য় দিনে শোভাযাত্রায় যোগদানসহ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Back to top button