কমলগঞ্জ ও বড়লেখায় বিদেশি মদসহ আটক ৩
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল বিদেশি মদসহ মিশন কান্তি দাস (৩৩), রাখাল মৃধা (২০) ও ছোটন ক্ষত্রী (৩০) নামে তিন যুবককে আটক করা হয়েছে।
বড়লেখা থানার পুলিশের অভিযানে বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ মিশন কান্তি দাস (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা থানাধীন ২নং দাসেরবাজার ইউনিয়নের দাসেরবাজার কলেজ রোড এলাকার মোবারক আলী মার্কেটের সামনে থেকে মিশন কান্তি দাস নামে একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের দুই পকেট থেকে ০২ বোতল ৩৭৫ মিলি. পরিমাপের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য এক পলাতক আসামির ফেলে যাওয়া একটি পাটের বস্তার ভেতর থেকে ৩৭৫ মিলি. পরিমাপের ২১ বোতলসহ মোট ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ বোতল ভারতীয় মদসহ ১। রাখাল মৃধা (২০) ও ২। ছোটন ক্ষত্রী (৩০) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন ০৮ নং মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৭৫০ মিলি. পরিমাপের ০৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় শ্রীমঙ্গল থানাধীন হুসনাবাদ চা বাগানের বাসিন্দা। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করেছে মর্মে স্বীকার করেছে।
এই দুই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক)/৪১ ধারায় কমলগঞ্জ ও বড়লেখা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।