বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভারতীয় চিনি ও অন্যান্য মামলায় আটক-৪

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায় বিয়ানীবাজার থানা চৌকস একদল পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করেন। এসময় চারখাই এলাকার নোয়াখানী সাকিনস্থ সেবা ক্লিনিকের সামনে জকিগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের উপর থেকে একটি সিএনজি অটোরিক্সায় বহনকরা ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাটের রামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও জকিগঞ্জের শরিফাবাদ গ্রামের মুনিম আহমদ চৌধুরীর ছেলে মনির আহমদ চৌধুরী রাজন (১৯)।

পৃথক অভিযানে ১বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী আরও ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আলীপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল মালিক ও পরোয়ারাভুক্ত আসামী একই থানাধীন কটুখালীর পার গ্রামের মৃত আব্দুল্লার ছেলে বিয়াদ উদ্দিন কুটই

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানির অভিযোগে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!