জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এ দুর্ঘটান ঘটে।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তরা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।

ঘাতক বাসটি বিয়ানীবাজার থানার চারখাই ক্যাম্প কর্তৃক জনতার সহযোগিতায় আটক করা হয়। চালক পলাতক রয়েছে।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, শুক্রবার বিকালের দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!