বড়লেখামৌলভীবাজার

বড়লেখা সীমান্তে রোহিঙ্গা আটক

বড়লেখা প্রতিনিধি: ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে মো. আইয়ুব (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। আইয়ুব কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরনার্থী শিবিরের আমির সাধুর ছেলে। রোববার রাতে তাকে পুলিশ স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির লাতু বিজিবির টহল কামান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার রাত ১২টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় এক যুবক ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশ অভ্যন্তরে বড়াইল এলাকায় ঘোরাফেরা করছিল। রাত তিনটার দিকে বিজিবি সদস্যরা ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা পরিচয় দিয়ে জানায়, তার নাম মো. আইয়ুব। কিছু দিন আগে সে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ৮ সেপ্টেম্বর ভারতের আসাম পুলিশ তাকে আটক করে মহিশাষন বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, আটকের পর বিএসএফ রোহিঙ্গা যুবক মো. আইয়ুকে আইনী প্রক্রিয়া ছাড়াই রাতের আধারে সীমান্তের ১৩৬৭ নম্বর মেইন পিলার এলাকার কাটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশব্যাক করেছে।বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আটক রোহিঙ্গা যুবক মো. আইয়ুবকে বিজিবি থানায় সোপর্দ করলে পুলিশ স্কটের মাধ্যমে রোববার তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Back to top button