বিয়ানীবাজার থানায় যোগদান করলেন নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার থানায় নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ লুৎফুর রহমান। আজ মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তিনি বিয়ানীবাজার থানায় যোগদান করে।
নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেনে বিয়ানীবাজার থানায় যোগদান দেয়ার প্রথম দিনে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর অন্যান্য পুলিশ সদস্যের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তাকে।
জানা যায়, লুৎফুর রহমান এর আগে জকিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি আদেশে তাকে বিয়ানীবাজার থানায় বদলি করা হয় । তারই পরিপ্রেক্ষিতে তিনি আজ বিয়ানীবাজার থানার ওসি(তদন্ত) হিসেবে দায়িত্বগ্রহন করলেন।
নবাগত ওসি(তদন্ত) লুৎফুর রহমান বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আমার বদলি বিয়ানীবাজার থানায় হয়েছে। আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিক ভাবে বিয়ানীবাজার থানায় দায়িত্ব গ্রহন করলাম। এসময় তিনি সাংবাদিকসহ উপজেলার সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।