মৌলভীবাজার

মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া মামলার আলামত ধ্বংস

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে বিজ্ঞ আদালতে নিষ্পত্তি হওয়া ২২৩টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ৪৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি ১৮০গ্রাম গাঁজা, ৩৮ পুরিয়া হেরোইন, ২৭ বোতল বিদেশি মদ, ০৭ বোতল বিয়ার, ৪৭ বোতল ফেনসিডিল, ২২৪ লিটার ৭৫০ মিলি চোলাই মদ, ৫,০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি এবং বিভিন্ন অবৈধ ও নকল কসমেটিকস দ্রব্যাদি ছিল।

পাশাপাশি কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ০২ (দুইটি) পানির সেচ মেশিন, ০১ (একটি) ২ আনা ০৩ রতি ০৮ পয়েন্ট স্বর্ণের চেইন, ০১ (একটি) স্বর্ণের সাদৃশ্য চেইন, ০১টি বাই সাইকেল, ০১ (এক) পুরাতন ওভারলক সেলাই মেশিন, ০১ (এক) টি পুরাতন সিলিং ফ্যান, ০১ (এক) টি পুরাতন ব্যাটারি, ০১ (এক) টি পুরাতন সিএনজির চাকা, ০১ (এক) টি পুরাতন পানির ট্যাব, ০১ (এক) টি পুরাতন অ্যালুমিনিয়াম পাতিল নিলামের আদেশ প্রদান করেন৷

এছাড়া ০১ (এক) টি ওয়ালটন মোটর সাইকেল বিজ্ঞ আদালতের আদেশে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং ০১ টি পালসার মোটরসাইকেল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক নিলামে বিক্রয় করার পর কোর্ট মালখানা কর্তৃক চালানমতে ৩০৫১১/- (ত্রিশ হাজার পাঁচশত এগারো) টাকা সরকারি কোষাগারে জমাপ্রদান করা হয়৷

তাছাড়া কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ২৩,০০০/- (তেইশ হাজার) ভারতীয় রুপি এবং বাংলাদেশী ৮,০০০/- (আট হাজার) টাকার জাল নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করার অনুমতি প্রদান করেন৷

কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ০২ (দুই) টি রিভলবার, ০২ (দুটি) টি পাইপগান, ০১ (এক) টি রিভলবারের গুলির খোসা, ০৬ (ছয়) টি শটগানের গুলির খোসা, ছোট বড় সব মিলিয়ে ০৪ (চার) টি ছুরি এবং ০১ (এক) টি রামদা পুলিশ লাইন্স অস্ত্রাগারে জমা প্রদানের অনুমতি প্রদান করেন৷

এছাড়াও কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিভিন্ন দেশের সর্বমোট ১৯ (উনিশ)টি ধাতব মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকায় প্রেরণ করার অনুমতি প্রদান করেন৷

এসময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া, কোর্ট মালখানা অফিসার কৃষ্ণ কমল ভৌমিকসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Back to top button