বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পানিতে ডুবে চাচা-ভাতিজীর মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে পানিতে ডুবে পানিতে ডুবে আব্দুল্লাহ তাওছিফ (৬ ) ও নুরা ( ৫ ) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার আনুমানিক সকাল ১১ থেকে ১২ টার দিকে কাছাটুল জামে মসজিদের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ তাওছিফ ও নুরা পরষ্পর চাচা-ভাতিজী বলে স্থানীয়রা নিশ্চিত করেন ।

আব্দুল্লাহ তাওছিফ কাছাটুল গ্রামের কূয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে। অপর শিশু কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Back to top button