বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ২

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ারবাজার ইউপির খসির ভাংনীর রায়পুরী সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের সড়ক ভাংনী এলাকার মৃত দফতর আলীর ছেলে ছাইদুল ইসলাম (৩০) এবং গোলাপগঞ্জ উপজেলার রাংজিওল এলাকার মৃত মতিউর রহমান এর ছেলে মোঃ বাবুল হোসেন।

পুলিশ জানায়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের সার্বিক তত্বাবধানে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরের নির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশ এর এসআই মোফাখ্খারুল ইসলাম, এএসআই পাভেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়ক ভাংনী এলাকার রায়পুরী ফিলিং স্টেশনের সামনের রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button