সিলেট

সড়ক দুর্ঘটনায় সিকৃবি ছাত্রের মৃ ত্যু

টাইমস ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আহত মো. মঈনুল ইসলামকে মৃত্যু হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া… রাজিউন)। শনিবার সকাল ১১ টায় চুনারুঘাটে নিজ বাড়িতে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।

এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Back to top button
error: Alert: Content is protected !!