বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের গোলাবশাহ কিশোর সংঘের সম্মেলন ৯ সেপ্টেম্বর

১৯৭৯ সালে প্রতিষ্টিত বিয়ানীবাজারের কসবাস্থ গোলাবশাহ কিশোর সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এলাকায় সাজসাজ রব ওঠেছে। আগামী ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌরশহরের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন উপজেলার এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবধর্ণা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্টানে সংগঠনের স্মারক গোলাবশাহ দর্পন’র মোড়ক উন্মোচন করা হবে। বিকেলে মনোজ্ঞ সংগীতানুষ্টানে সংগীত পরিবেশন করবেন কন্ঠশিল্পী সালমা।

সংগঠনের গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ জানান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড এবং ক্রীড়ানুষ্টান আয়োজন করে বিয়ানীবাজার উপজেলা তথা পুরো সিলেটজুড়ে খ্যাতি অর্জন করেছে গোলাবশাহ কিশোর সংঘ। এই সংগঠনকে ঘিরে স্থানীয় তারুণ্য প্রগতিশীল চর্চায় উদ্বুদ্ধ হচ্ছে। শিক্ষার বিস্তারেও সংগঠনটি কাজ করছে। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ করাসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে মেধাবী তরুণদের বেছে নেয়া হবে।

গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু বলেন, সামাজিক কর্মকান্ড এবং মেধার লালন করে প্রতিষ্টার পর থেকে এই সংগঠনটি সুখ্যাতি অর্জন করেছে। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, সমাজসেবা এই ব্রতকে গুরুত্ব দিয়ে গোলাবশাহ কিশোর সংঘ তাদের কর্মকান্ড পরিচালনা করে। সংগঠনের কাউন্সিলকে ঘিরে সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিয়ানীবাজার পৌরশহরসহ সংগঠনের কার্যালয় আলোকসজ্জা করা হয়েছে। অতীতের মত এবারের সম্মেলনেও দেশের গুনী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

গোলাবশাহ কিশোর সংঘের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভলু জানান, রাজনীতি কিংবা মতাদর্শের উর্ধ্বে থেকে একটি সংগঠন কিভাবে এগিয়ে নিতে হয়, তা কসবা-খাসার তারুণ্য বুঝাতে সক্ষম হয়েছেন। প্রতিষ্টার পর থেকে মানুষের হৃদয় জয় করে একটি সংগঠন কিভাবে কাজ করে তা গোলাবশাহ কিশোর সংঘের দিকে দৃষ্টি দিলে অনুমান করা যাবে। তিনি বলেন, সামাজিক সংগঠন গঠন করার পরই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই সংগঠন সামাজিক কাজের মাধ্যমে চিরকাল ঠিকে থাকবে। তিনি আসন্ন সম্মেলন উপলক্ষে সকল কর্মসূচিতে সর্বস্থরের মানুষের উপস্থিতি কামনা করেন।

Back to top button