বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযানে সাজাসহ পরোয়ানাভুক্ত ৭ আসামী গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উদয়পুর গ্রামের সমছু মিয়ার পুত্র মো. সাইদ মিয়া (৩০), তালুকজগৎ গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মো. ছাদ উদ্দিন (৪২), চান্দশিরকাপন গ্রামের খলিলুর রহমানের পুত্র মো. আনহার মিয়া, কোনারাই গ্রামের ওয়াব উল্ল্যার পুত্র মো. রিপন মিয়া, আমতৈল গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. ইসমাইল আলী (৩৮), রায়কেলি গ্রামের ফিরোজ আলীর পুত্র নুর মিয়া (৪৮), দশঘর গ্রামের আব্দুল গণির পুত্র মো. আব্দুস সালাম। তাদেরকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার মিডিয়া উইং এসআই জয়ন্ত সরকার।

Back to top button
error: Alert: Content is protected !!