বিয়ানীবাজার সংবাদ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ছেন প্রধানমন্ত্রী- নুরুল ইসলাম নাহিদ এমপি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া বাংলাদেশকে বর্তমান সরকার দেশকে ২০৪১ সালে উন্নত দেশে পরিনত করবে। এই দেশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘাতকরা ৭৫ সালে দেশকে পিছিয়ে দিতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেই চক্র এখোনো সক্রিয় রয়েছে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ নিরলসভাবে করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংশ করতে চেয়েছিলো কিন্তু বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বিয়ানীবাজার অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমি বিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রতিটি গুরুত্বপূর্ন রাস্তা পাকা করে দিয়েছি। বিএনপি আমলে যেসব রাস্তায় মানুষ হাটাচলা করতে পারেনি সেসব রাস্তা পাকা করে দিয়েছি। গত বছর বন্যায় বেশীরভাগ রাস্তা ভেঙ্গে গেছে সেগুলো সংস্কার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।

বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল বাছিতের সভাপতিত্বে সাধারন সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন, আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুশ শুকুর, যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন প্রমুখ।

Back to top button