বিয়ানীবাজার ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জয়ী হলেন যারা

বিয়ানীবাজার টাইমসঃ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্র-২১৫৯ এর অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলা উপ-কমিটির ২০২৩-২০২৬ সনের ত্রি-বার্ষিক নির্বাচনে সেলিম-সাবুল প্যানেল বিজয়ী হয়েছে।
গতকাল রবিবার পৌরশহরস্থ দক্ষিণবাজারে একটি অস্থায়ী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৪০৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪০২ জন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
এতে সভাপতি পদে মো. সেলিম আহমদ ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুক আহমদ পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে সাহাব উদ্দিন সাবুল ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনসুর আহমদ পেয়েছেন ১৪৫ ভোট।
এছাড়া অন্যান পদে বিজয়ীরা হলেন: সহ-সভাপতি পদে লোকমান হোসেন (১৮৯ ভোট), সহ-সম্পাদক পদে সেলিম হোসেন (২২১ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে জসিম উদ্দিন (২০৭ ভোট), কোষাধ্যক্ষ পদে জিয়াউল হক (২০২ ভোট), সদস্য গিয়াস উদ্দিন (২৪১ ভোট), সদস্য ইকবাল হােসেন (১৭৯ ভোট), মোহাম্মদ আলী (১৪৩ ভোট)।