সিলেট

সিলেটে প্রেমে ব্যার্থ কিশোর কাড়লো নিজের প্রান!

টাইমস ডেস্কঃ ‘প্রেমে ব্যর্থ হয়ে’ সিলেটে এক কিশোর আত্মহত্যা করেছে। মো. সুলতান মিয়া (১৬) নামের ওই কিশোর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার হান্দুরা গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে সিলেট মহানগরের শাহজালাল উপশহরের যতরপুর এলাকার মল্লিক মিয়ার কলোনিতে (নবপুষ্প ১১০) থাকতো।

গতকাল শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুলতানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকালে সুলতানকে তার থাকার কক্ষ থেকে অনেক্ষণ ধরে বের না হওয়ায় তাকে ডাকতে গিয়ে দরকার ফাঁক দিয়ে দেখা যায়- সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুলতানের দেহ ঝুলছে। পরে সোবহানীঘাট ফাঁড়িপুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় একটি সূত্র জানায়- ‘প্রেমে ব্যর্থ হয়ে’ সুলতান আত্মহত্যা করেছে।

সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এস.আই শামীম আহমদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়না তদন্তের পর আজ (শনিবার) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Back to top button