সিলেট

সিলেটে দলীয় কর্মসূচি শেষে ছাত্রলীগ নেতা অসুস্থ, হাসপাতালে মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্ত(৩২)। সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিঠুন দত্ত সিলেট মহানগরের বর্ধিত এলাকার মৈয়ারচর গ্রামের নেপাল দেবের ছেলে ও সিলেট মহানগর ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সূত্রে জানা যায়, ২০০৪ খ্রিষ্টাব্দের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্যোশে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খুনি তারেক রহমানকে দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচি থেকে ফেরার পথে মিঠুন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।

এদিকে, মিঠুন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো.নাঈম আহমদ।

Back to top button