প্রবাস

শারজায় ব্রেইন স্ট্রোকে প্রবাসীর মৃত্যু

শারজায় মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজী নামে চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি শারজাহ’র হালোয়ান এলাকার আল সালেহ পেইন্ট এন্ড সেনেটারী ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন।

মৃত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর মুহুরীহাট-বটতলস্থ পুতুন মিয়াজী বাড়ী নিবাসী মরহুম মোহাম্মদ কোব্বাদ সওদাগর এর ছোট ছেলে

মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, শনিবার (১২ আগস্ট) ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় ৩০ বছর যাবত আরব আমিরাতে বসবাস করছেন।

মরহুম লোকমান মিয়াজি কে মহান আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের উপর রহমত করুন।

Back to top button