সুনামগঞ্জ

দোয়ারাবাজারে যুবকের ৭ দিনের কারাদণ্ড

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবকের ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, (২১ আগষ্ট)মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মানিক মিয়ার পুত্র জসীম উদ্দিন (২৭)কে গিরিশনগর নিজ বাড়ী থেকে গাঁজা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। আটককৃত গাঁজা সেবনের সরঞ্জামসহ তাৎক্ষণিক মোবাইল কোর্টে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button