সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, ওসমানী হাসপাতালে কর্তৃপক্ষের সাথে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা
টাইমস ডেস্কঃ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। এতে বিঘ্নিত হচ্ছে রোগীদের সেবা। বাড়ছে ভোগান্তি।
এদিকে সমস্যার সমাধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিওমেক সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। উপস্থিত আছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র জানায়, ইন্টার্ন চিকিৎসক পরিষদের লাগাতার কর্মবিরতি বিষয়ে আলোচনা হচ্ছে বৈঠকে।
গতকাল সোমবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র সোমবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে গতকাল থেকেই ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে যাননি আন্দোলনকারীরা। আবার আলোচনা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, ইন্টার চিকিৎসকদের কর্ম বিরতিতে চিকিৎসাসেবায় বড় কোন প্রভাব পড়ছে না।