মৌলভীবাজার

সিটিটিসি’র অভিযানে ৬ কেজি বি স্ফো র ক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে আটককৃত জঙ্গীদের নিয়ে দিনভর অভিযান চালিয়েছে সিটিটিসি ইউনিট। অভিযানে জঙ্গীদের দেখানো তথ্যানুযায়ী কালা পাহাড়ের মাটির নীচ থেকে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।

এর আগে গত সোমবার আটককৃত ১৭ জঙ্গীর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা, বড় বড় কয়েকটি দা, ৯৫টি ডিটোনেটর পাওয়া গেছে।

প্রেস ব্রিফিং এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নাজমুল হোসেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমুখ।

এদিকে গত শনিবার (১২ জুলাই) নারী পুরুষ মিলে ১০ জঙ্গী ও তাঁদের সাথে থাকা ৩ শিশু এবং সোমবার সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয়দের কাছে ১৭ জন আটক হয়। দুই দিনে ২৭ জন জঙ্গী আটক হয়েছেন। ১৭জনকে আজই ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

Back to top button